মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে ভেঙে পড়ল ভারতীয় বিমান!

0
2

আফগানিস্তানে দুর্ঘটনাগ্রস্ত ভারতীয় বিমান। আফগান সংবাদ সংস্থা সূত্রে খবর, মস্কোগামী একটি ভারতীয় বিমান আফগানিস্তানে ভেঙে পড়েছে। সেটি আফগানিস্তান হয়ে রাশিয়া যাচ্ছিল। আফগানিস্তানের (Afganisthan) বাদাখশান প্রদেশে বিমানটি (Flight) ভেঙে পড়ে।

বাদাখশান প্রদেশের (Afganisthan) পুলিশ সূত্রে খবর, গত রাতেই বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর এটি জিবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে হয়। বিমানটিতে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই ওই অঞ্চলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।