বারাকপুরের চু.রি যাওয়া বাইক উদ্ধার কলকাতায়! সৌজন্যে ওসি সৌভিক

0
1

পুলিশি তৎপরতায় শেষমেশ নিজের চুরি হওয়া বাইক ফিরে পেলেন যুবক। সৌজন্যে হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Chakraborty)। ফের আরও একবার তৎপরতার পরিচয় দিলেন ওসি সৌভিক চক্রবর্তী।

পুলিশ সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে ব্যারাকপুর থানা এলাকা থেকে একটি বাইক চুরি হয়। চুরির খবর থানায় রিপোর্ট করা হয়। এরপর একাধিকবার শহরের বিভিন্ন জায়গায় ওই চুরি যাওয়া বাইকটিকে দেখা গেলেও সেটি উদ্ধার করা যায়নি। অবশেষে শনিবার সেই বাইকটিকে মা উড়ালপুলে দেখতে পাওয়ার খবর পেয়ে তৎপর হন হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Chakraborty) ও তাঁর টিম। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় অবেশেষে স্ট্র্যান্ড রোড এবং এমজি রোড ক্রসিংয়ে পুলিশের হাতে ধরা পড়েন ওই বাইক আরোহী। আটক হওয়ার পর সন্তোষজনক উত্তর দিতে না পারার জন্য এবং বাইকের কাগজপত্র ঠিকঠাক দেখাতে না পারার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার ও ভোটদানে উৎসাহ প্রদান, কমিশনের পুরস্কার পাচ্ছেন তিন জেলাশাসক