অবশেষে সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়ার পরিবার। গতকালই ফের বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তারপর থেকেই সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বিয়ের পর সানিয়া নিজে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে এদিন তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এদিন সানিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, “‘‘সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া। সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।’’ উল্লেখ্য, শনিবারই সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, শরিয়ত আইন অনুযায়ী সানিয়া আগেই শোয়েবকে ‘খুলা’ দিয়েছিলেন।
এতদিন সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি কেউই। শনিবার পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি শোয়েব প্রকাশ্যে আনার পর প্রথম বার বিবাহবিচ্ছেদের কথা জানানো হল সানিয়ার পরিবারের পক্ষ থেকে।
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ