রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গেরুয়া শিবির যখন দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া তোলার চেষ্টা করছে, সেই সময়েই কলকাতায় সমাবেশ করল এসইউসিআই।রবিবার ২১ জানুয়ারি কলকাতার শহিদ মিনার ময়দানে এসইউসি-র সমাবেশ হল লেনিনের মৃত্যু শতবর্ষের সমাপ্তি উপলক্ষে। সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, অসিত ভট্টাচার্য, রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, কেরলের রাজ্য সম্পাদক জয়সন জোসেফ প্রমুখ।
রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিক, কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। রাম মন্দিরের নামে হিন্দু ধর্মীয় ভাবাবেগ ভিত্তিক উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায়। তাঁদের আরও অভিযোগ, এই রাজ্যে একাধিক নানা দুর্নীতি সামনে এসেছে।
সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করার কথা বলে কংগ্রেস। ভোটের স্বার্থে ‘নরম হিন্দুত্বে’র নামে বাস্তবে বিজেপির রাজনীতিকেই সাহায্য করছে।এই পরিস্থিতিতে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, সংগ্রামী বামপন্থার নেতৃত্বে শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
মূলত এই বার্তা দিতেই লেনিনের প্রয়াণ দিবসে তাঁদের সমাবেশ বলে এসইউসি নেতৃত্বের বক্তব্য।