রবিবাসরীয় রেড রোডে অন্য মুডে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

0
1

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজিত হাফ ম্যারাথনে (Half Marathon) একেবারে অন্য মুডে ধরা দিলেন তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সাতসকালে রেড রোডে (Red Road) মানুষের ঢল। সকাল হতেই দেখা যায় ম্যারাথনে নাম লিখিয়েছেন অসংখ্য প্রতিযোগী। এরই মধ্যে রবিবার সকালে রেড রোডে ম্যারাথনে যোগ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে নাম লেখান তিনি। তবে এদিন সকালে অভিষেককে দেখেই বোঝা যাচ্ছিল রাজনীতির ময়দান ছাড়াও ম্যারাথনের ময়দানেও একেবারেই পিছিয়ে নেই তিনি। অন্যদিকে এদিন অভিষেকের পাশাপাশি ম্যারাথনে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ বিশিষ্টরা।

ম্যারাথনে দৌড়ানোর জন্য রয়েছে তিনটি ক্যাটাগরি। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার এবং ৫ কিলোমিটার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এছাড়াও ছিলেন টলিপাড়ার এক ঝাঁক কলাকুশলীরা। ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহারা। এদিকে ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই রেড রোড কড়া নিরাপত্তা পুলিশের। রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই কড়াকড়ি থাকবে। একইসঙ্গে আরও একাধিক রাস্তারও যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। রবিবার ভোর চারটে থেকে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিকবাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। দুপুর ১২টা কিংবা যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে, ততক্ষণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এই রাস্তাগুলিতে।