বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রামলালার স্নানের জন্য পাঠিয়েছেন ১০১ কেজি মধু। তাঁকে তো হাত গুটি থাকলে চলবে না, নম্বর কমে যাবে। এবার তাই রামমন্দিরে ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বালুরঘাট থেকে অযোধ্যায় (Balurghat to Ayodhya) গিয়েছে এই চাল।
সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। বিভিন্ন নদী, সাগর, হ্রদের জল, ঘি, মধু, ডাবের জলে স্নান করানো হবে রামলালাকে। কোন রাজ্য থেকে কী আসবে তা পরিষদ থেকে ঠিক করে দেওয়া হয়। বাংলার ভাগে পড়ে মধু। কিছুদিন আগেই জিআই ট্যাগ পয়েছে সুন্দরবনের মধু। সেই মধু পাঠানোর ভার দেওয়া হয় বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতিকে। দিলীপ জানান, ১০১ কেজি মধু পাঠিয়েছেন তিনি। দিলীপ বলেন, কার্যকর্তাদের ৬ মাস সময় লেগেছে এই মধু সংগ্রহ করতে। একত্রে অযোধ্যায় পাঠানো হয়েছে।
দিলীপের পরেই ময়দানে নেমে পড়েন সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে ১০০১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”
রাজনৈতিক মহলের মতে, প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে বিভাজন স্পষ্ট। দিলীপ মধু পাঠানোর পরেই উপযাজক হয়েই নাকি চাল পাঠিয়েছেন সুকান্ত।