তৃতীয় সুর-ষষ্ঠ সুর, শুভেন্দু চলল কতদূর! বিজেপি নেতাকে মোক্ষম খোঁচা কুণালের

0
1

রাজ্যে বিশাল আকারে হয় সংগীত মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বাংলার তো বটেই বলিউডের শিল্পীরাও সেখানে অংশ নেন। কিন্তু তা নিয়ে রাজনীতি করতে নামে বিজেপি। তারা আলাদা করে বঙ্গ সঙ্গীত উৎসবের পরিকল্পনা করে। যদিও সেই সঙ্গীত মেলার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এই নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপি বিধায়ককে মোক্ষম খোঁচা দেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। গুপী-বাঘার উদাহরণ টেনে কুণাল বলেন, শুভেন্দুর গান মানে তো তৃতীয় সুর-ষষ্ঠ সুর, শুভেন্দু চলল কতদূর!

তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে এই অনুষ্ঠানের জন্য। গায়ের জোরে তা বাতিল করা হল।” পাল্টা কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেন, “ওই জায়গায় যদি দেখা যায় গঙ্গাসাগর ফেরত সাধুরা রয়েছেন বা অন্য কোনও প্রশাসনিক সমস্যা রয়েছে কী করা যাবে। আর শুভেন্দুর তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর ছাড়া কিছু বেরোয়ও না।” কী গান গাইবেন শুভেন্দু অধিকারী আর জিতেন্দ্র তিওয়ারি! এরপরেই সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ডায়লগ তুলে কুণাল বলেন, “তৃতীয় সুর, ষষ্ঠ সুর… শুভেন্দু চলল কতদূর”।