ভারতের পর এবার জাপান (Japan is on Moon now)। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চন্দ্রাভিযানের (Luner Mission) কৃতিত্ব রইল এশিয়ার দখলেই। ইসরোর (ISRO) অভিযানের পাঁচ মাসের মধ্যে চন্দ্র অভিযানের সাফল্য পেলেও ব্যর্থতার সামান্য ছাপ থেকে গেল জাপানি মহাকাশ গবেষণা সংস্থার মুকুটে।



২০২৩ সালের ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে বিক্রম ও প্রজ্ঞানকে অবতরণ করাতে পেরেছিল ভারত। রাশিয়া পাল্লা দিয়েছিল টক্কর দিতে, কিন্তু লুনা ২৫ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছিল। ISRO কোন ভুল করেনি। যদিও জাপানের চন্দ্র অভিযান মসৃণ হয়নি। চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণ হলেও যে কারণে এই অভিযান তা সাফল্য পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চাঁদের মাটিতে কাজ করার জন্য সৌরশক্তিই ভরসা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের মহাকাশযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ (SLIM)-এ সৌরশক্তি পৌঁছচ্ছে না। যদি এর ফলে চাঁদের মাটি স্পর্শ করার কৃতিত্ব কমবে না, কিন্তু যান্ত্রিক ত্রুটি দ্রুত সারানো না গেলে জাপানের চন্দ্রাভিযান যে সে দেশের মহাকাশ গবেষণায় খুব একটা লাভজনক হবে না সেটা স্পষ্ট।






































































































































