প্রথম দিনেই বিপুল সাড়া মুখ্যমন্ত্রীর ‘সমস্যা সমাধান-জনসংযোগ’ কর্মসূচিতে

0
2

প্রথম দিনেই বিপুল সাড়া পড়লো মুখ্যমন্ত্রীর নবতম উদ্যোগ সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচিতে। রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষদের সব ধরনের নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে শনিবার থেকে ব্লক স্তরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত এই কর্মসূচির । কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন জেলায় ৬১৩০টি শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ওইসব শিবিরে ৬৭ হাজারের বেশি মানুষ এসেছেন বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কর্মসূচির প্রথম দিনে জেলাশাসকসহ প্রশাসনের শীর্ষকর্তারা শিবির গুলি পরিদর্শন করেছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় ৮২ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হবে। লক্ষীর ভান্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কিষান ক্রেডিট কার্ড সহ কুড়িটি সরকারি প্রকল্পের আবেদন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই সমস্যা সমাধান-জনসংযোগ কর্মসূচি শিবিরে এসে সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন সরকারি কর্মসূচি সংক্রান্ত জিজ্ঞাসা বা সাহায্য নিতে পারবেন। প্রতিটি জেলায় ব্লকভিত্তিক একটি করে ক্যাম্প তৈরি করা হবে। গ্রামগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে সেই ক্যাম্প থেকে। প্রান্তিক এলাকা, পাহাড়ি অঞ্চল, পিছিয়ে পড়া জনবসতি এলাকা, চা-বাগান ইত্যাদি এলাকার মানুষ তাঁদের সমস্যা নিয়ে হাজির হতে পারবেন ক্যাম্পগুলিতে।

আরও পড়ুন- প্রকল্পে টাকা চুরির অভিযোগে লকেটকে ঘিরে বিক্ষোভ