নিজের লোকসভা এলাকাতেই বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের টাকা চুরির অভিযোগ বিক্ষোভ দেখান ধনেখালির তৃণমূল কর্মীরা। শনিবার ধনেখালির হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সাংসদ লকেট।
রামমন্দির উদ্বোধনের আগে বিজেপি নেতাকর্মীরা রাজ্যের বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শনিবার ধনেখালির হাটতলা এলাকায় হনুমান মন্দিরে পুজো দিতে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল কর্মীদের অভিযোগ পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসেও রাজনৈতিক বক্তৃতা দিতে শুরু করেন লকেট।
নিজের বক্তব্যের মধ্যে রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন বিজেপি সাংসদ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও ওঠে। এরপরই এলাকার মানুষের প্রকল্পের টাকা চুরি করার অভিযোগে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। যদিও শনিবার তাঁর মন্তব্যের বিষয়টি অস্বীকারও করেননি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।