অসমে রাহুলের ন্যায় যাত্রায় হামলা বিজেপির, অভিযোগ দায়ের

0
5

অসমে আক্রান্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর এই কর্মসূচিতে হামলা চালালো বিজেপির যুব শাখার সদস্যরা। শনিবার অসমের লখিমপুর জেলার বগিনদী থেকে যাওয়ার সময় এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।

কংগ্রেসের তরফে অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘটনার নিন্দা করে জানানো হয়েছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন যুব কংগ্রেসের গাড়ি লক্ষ্য করে এই নির্লজ্জ হামলা চালানো হয়েছে বিজেপির দুষ্কৃতীদের তরফে। বিজেপির গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কংগ্রেসের তরফে আর্জি জানানো হয়েছে পুলিশের কাছে। যদিও এই ঘটনায় বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।