অগ্নিবীর বলে কি সে দেশের জন্য লড়াই করে নি নাকি তাঁর মৃত্যু সম্মানের যোগ্য নয়? প্রশ্ন করছেন জম্মু ও কাশ্মীরের রাজৌরি তে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত অগ্নিবীর অজয় সিং-এর বাবা। তাঁর নাম চরণজিৎ সিং কালা, তিনি একজন খেটে খাওয়া শ্রমিক। সেই অর্থে কোনও সম্পদ বা সম্পত্তি নেই। আর্থিক সমস্যা মেটাতে ২০২২ সালে অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন অজয় । তাঁর মৃত্যুতে বিপর্যস্ত পরিবার। যেহেতু এটি চুক্তিভিত্তিক নিয়োগ তাই সেনার সমান সম্মান অগ্নিবীরেরা পাচ্ছেন না। এই নিয়েও আগেও বিতর্ক হয়েছে। এবার মৃতের বাবাও একই অভিযোগ তুললেন।
চরণজিৎ সিং কালা জানান তাঁর ছেলে দেশের জন্য লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন। তাই অন্যান্য সেনার মতো প্রাপ্য সম্মান থেকে অজয় যাতে বঞ্চিত না হন সেদিকে কেন্দ্রকে নজর রাখতে হবে। এটা যদি বিজেপি সরকার না করে তাহলে সেটা চূড়ান্ত অবিচার হবে। অজয়ের কাকা বলবিন্দর সিং বলেছেন যে দেশের জন্য তাঁদের ছেলেকে মৃত্যু বরণ করতে হয়েছে সেই দেশের সরকারের উচিত মৃত শহিদের পরিবারের দায়িত্ব নেওয়া। তাঁদের আশা পাঞ্জাব সরকার অন্তত বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন।