পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে বিক্ষো.ভ আকসুর! ময়নাগুড়িতে আটকে বন্দে ভারত এক্সপ্রেস

0
1

আলাদা রাজ্য, কামতাপুর (Kamtapur) ভাষার স্বীকৃতি এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড (KPP United) এবং ছাত্র সংগঠন আকসুর (AKSU) ডাকে রেল রোকো কর্মসূচি। শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ, যা ১২ ঘণ্টা চলবে। এদিকে, সকাল সকাল ট্রেন বন্ধ করে বিক্ষোভ দেখানোয় ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক একাধিক স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত (Vande Bharat)-সহ একাধিক ট্রেন। তবে এদিন দীর্ঘক্ষণ আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনগুলি।

এদিন ময়নাগুড়ির বেদগারা স্টেশনের কাছে চলছে লাইন অবরোধ কর্মসূচি। দীর্ঘক্ষণ আটকে রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। এদিন দলীয় পতাকা হাতে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র-যুবরা। আকসুর সভাপতি কৌশিক বর্মণ বলেন, “কামতাপুর রাজ্যের পুর্নগঠন চাই। ইতিহাস ঘাঁটলে কামতাপুরের ইতিহাস জানা যাবে। আমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হোক।”

এদিকে রেল সূত্রে খবর, এদিনের আন্দোলনের কারণেই থমকে আছে বহু ট্রেন। বৃহস্পতিবারই রেল রোকো কর্মসূচির কথা সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে ময়নাগুড়ির ঠিক কোন জায়গাতে এই কর্মসূচি হবে তা আগে থেকে প্ল্যানমাফিক জানায়নি আন্দোলনকারীরা। এরপর শুক্রবার সকালে ময়নাগুড়ি বেদগারা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা।