টানা ২১ ঘণ্টা ‘সার্চ অ.পারেশন’! প্রসন্নর অফিস থেকে কী নিয়ে গেলেন ইডি আধিকারিকরা?

0
2

নিয়োগ মামলার তদন্তে বৃহস্পতিবার সাতসকালে শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) আধিকারিকরা। শিক্ষক নিয়োগ মামলায় ‘মিডিলম্যান’ হিসাবে গ্রেফতার হন প্রসন্ন রায় (Prasanna Roy)। সদ্য জামিনে (Bail) ছাড়াও পান তিনি। বৃহস্পতিবার তাঁরই একাধিক ফ্ল্যাট, বাগানবাড়ি অফিসগুলিতে হানা দেন গোয়েন্দারা। তবে প্রসন্নর ফ্ল্যাট ও বাগানবাড়িতে তদন্ত করার পর চলে গেলেও, তদন্তকারীরা প্রায় ২১ ঘণ্টা তল্লাশি চালান তাঁর নিউটাউনের অফিসে। ইডি সূত্রে খবর, প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। তল্লাশি শেষে দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কের পাস বইও রয়েছে বলে খবর।

এদিকে বৃহস্পতিবার সন্ধে আটটা নাগাদ অফিসে আসেন প্রসন্ন রায় ও তাঁর স্ত্রী কাজলি সোনি রায়। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত অফিসের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার সাত সকালে ইডি আধিকারিকরা নিউটাউনে অবস্থিত তাঁর অফিসে প্রথমে পৌঁছে গেলেও ভিতরে ঢুকতে পারেননি। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তাঁরা। পাশাপাশি এদিন প্রসন্ন ঘনিষ্ঠ এক পরিবহণ ব্যবসায়ী রোহিত ঝা এর বাড়িতেও হাজির হন গোয়েন্দারা।