ছেলে অসুস্থ, মন খারাপ নিয়ে কলকাতায় এলেন পরীমণি!

0
1

বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণি (Pori Moni) কলকাতায় এসেছেন। সূত্রের খবর, ছেলের অসুস্থতার কারণেই এই সফর নায়িকার। পরীমণির ছেলের নাম পদ্ম, ভাইরাসজনিত সমস্যার কারণে গুরুতর অসুস্থ সে। তাই উন্নত চিকিৎসার আশায় ঢাকা থেকে সোজা কলকাতার হাসপাতালে এলেন বাংলাদেশের অভিনেত্রী। কিছুদিন আগেই জানিয়েছিলেন যে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁর বাড়ির পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে। তাঁদের মধ্যে ছেলেও ছিল। কিন্তু ছোট্ট পদ্মের সমস্যা বাড়ায় তাঁকে কলকাতার ডাক্তার দেখাতে বুধবার রাতে শহরে আসেন অভিনেত্রী।

 

অভিনেত্রী জানিয়েছেন যে বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। ঢাকায় ফিরেই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে সবার অবস্থার উন্নতি হলেও ছেলে রাজ্য টানা সাতদিন ধরে হাসপাতালেই ভর্তি ছিল। পরিবার ও অনুরাগীদের তরফে অভিনেত্রীর শিশুপুত্রের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।