বইমেলায় প্রকাশ সন্দীপ চক্রবর্তীর ‘untold নিবেদিতা’

0
1

স্বামীজি ও নিবেদিতার সম্পর্কের গভীরতা নিয়ে লেখা ‘Untold নিবেদিতা’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ হল শুক্রবার। কলকাতা বইমেলায় ‘বার্তা প্রকাশন’-এর ৫১১ নম্বর স্টলে বইটির প্রকাশ অনুষ্ঠানে ছিলেন শ্রীসারদা মঠের দুই প্রব্রাজিকা নিবোধত পত্রিকার সম্পাদিকা আপ্তকামপ্রাণা ও সত্যময়প্রাণা মাতাজি। ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। বইটি লিখেছেন সাংবাদিক সন্দীপ চক্রবর্তী। প্রকাশক সৌরভ বিশাই। দুই মনীষীর যোগাযোগ থেকে স্বামীজির দেহত্যাগ পর্যন্ত সম্পর্কের নানা মোড় উল্লেখ রয়েছে বইটিতে।

আরও পড়ুন- ডার্বির রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানকে ১-৩ গোলে হারালো ইস্টবেঙ্গল, জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভার