অনুষ্কার অযোধ্যা কানেকশন! রামমন্দির উদ্বোধনের আগেই প্রকাশ্য়ে

0
3

ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে সপরিবারের অযোধ্যায় উপস্থিত থাকবেন অনুষ্কা শর্মা। তবে অন্য যে কোনও সেলিব্রিটির রামলালার প্রাণপ্রতিষ্ঠার (consecration) অনুষ্ঠানে যোগ দেওয়ার যে কোনও কারণ থাকতে পারে, অনুষ্কা কিন্তু যাবেন নিজের জন্মসূত্রের জন্যই। জানা গেল সেই তথ্যই।

রামমন্দির কর্তৃপক্ষ দেশের তাবড় সেলিব্রিটিদের (celebrity) আমন্ত্রণ জানিয়ে জৌলুস বাড়ানোর চেষ্টায় ২২ জানুয়ারি। সেই মতো অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকার থেকে বিরাট কোহলি, অনুষ্কা শর্মাও পেয়েছেন সেই আমন্ত্রণ। তবে সোশ্য়াল মিডিয়ায় অনেক সেলিব্রিটি ঘটা করে আমন্ত্রণ ও যোগদানের বিষয়টি ঘটা করে প্রকাশ করলেও প্রচার করেননি বিরাট বা অনুষ্কা কেউই। তবু বাজারে রটে গিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই সেলিব্রিটি দম্পতি উপস্থিত থাকছেন ২২ তারিখের অনুষ্ঠানে।

তবে অনুষ্কা উপস্থিত থাকলে হয়তো অযোধ্যার সঙ্গে তাঁর নিজস্ব যোগসূত্রের জন্যই পৌঁছাবেন অযোধ্যা। এই শহরেই জন্মেছিলেন বলিউড তারকা। অযোধ্যার সেনা হাসপাতালে ১৯৮৮ সালের ১ মে তিনি জন্মেছিলেন। কর্মসূত্রে তাঁর বাবা অজয় শর্মা ভারতীয় সেনার (Indian Army) একজন আধিকারিক ছিলেন। সেই সূত্রে অনুষ্কার জন্মের সময় তিনি অযোধ্যায় পোস্টিংয়ে ছিলেন। অনুষ্কাও বাবার সূত্রেই জন্মলগ্ন থেকে জুড়ে রয়েছেন অযোধ্যার সঙ্গে। সেই টানেই সপরিবারে ২২ জানুয়ারি তাঁর অযোধ্যা যাওয়ার সম্ভাবনা।