আগামী লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্য পুলিশের নোডাল অফিসার নিযুক্ত করল কমিশন। এই প্রথম নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই রাজ্য পুলিশের নোডাল অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। জানা গেছে ১৯৯৮ ব্যাচের আইপিএস আধিকারিক আনন্দ কুমারকে রাজ্য পুলিশের নোডাল অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজ্যের এডিজি লিগ্যাল পদে ছিলেন। এখন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে লিয়াজো অফিসার হিসেবে কাজ করবেন আনন্দ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে তাঁর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার এখনো কিছুটা দেরি আছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে। তবে কমিশন ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জোরকদমে। এখন থেকে বাংলার প্রত্যেকটি জেলায় কোথায় কী ঘটছে, খবর নিচ্ছে তারা। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে তার সাপ্তাহিক রিপোর্টও পাঠাতে হচ্ছে জেলাগুলিকে। নির্বাচন কমিশনের কর্তারা সেগুলি খতিয়ে দেখছেন। তাছাড়া নানা সংবাদপত্র, টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় কী খবর প্রকাশ পাচ্ছে তার পেপার কার্টিং এবং ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করে রাখা হচ্ছে।
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পা রাখবে বলে সূত্রের খবর। লোকসভা নির্বাচন সংগঠিত করার জন্য রাজ্য পুলিশের ডিজি, ডিএম, এসপি–সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। এখানের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আর নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই লোকসভা নির্বাচনের কাজ সেরে রাখতে চায় সিইও অফিস। অতীতের নানা ঘটনাকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা এবং পুলিশ পর্যবেক্ষক বাড়ানো হবে বলে খবর।
আরও পড়ুন- রামমন্দির উদ্বোধনের দিন জেলার পুলিশ কর্তাদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ রাজীব কুমারের