মন্দির উদ্বোধনের আগে রামের নামে বিশেষ ডাক টিকিট প্রকাশ মোদির

0
3

রাম মন্দিরের স্মারক হিসেবে মন্দির উদ্বোধনের আগে বিশেষ ডাক টিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর হাত দিয়ে মোট ৬টি ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। যাতে ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, রাম মন্দির, কেবতরাজ ও মা শবরীর ছবি দিয়ে আলাদা আলাদাভাবে বানানো হয়েছে ডাকটিকিট গুলি। এছাড়া বিশ্বের নানা প্রান্তে ভগবান রামের ছবি দিয়ে যতগুলি স্ট্যাম্প প্রকাশিত হয়েছে সবগুলোর সংকলন করে একটি বইও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গোটা দেশে চলছে সাজো সাজো রব। যেহেতু তাঁর হাত দিয়ে রাম মন্দিরের উদ্বোধন হবে তাই কঠোর সংযমের পথে হাঁটছেন মোদি উদ্বোধনের চারদিন আগে তিনি প্রকাশ করলেন রামমন্দিরের বিশেষ স্ট্যাম্প। স্মারক হিসাবেই ব্যবহৃত হবে এই নতুন স্ট্যাম্প। বিশেষ স্ট্যাম্পের নকশায় রয়েছে সূর্য আর সরযূ নদীর ছবি। এছাড়াও রামমন্দিরের গায়ে যেসমস্ত ভাস্কর্য রয়েছে সেগুলোর ছবিও তুলে ধরা হয়েছে নতুন স্ট্যাম্পে। এই স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোদি। স্ট্যাম্প প্রকাশের পরে দেশবাসী ও বিশ্বের সমস্ত রামভক্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।