মার্লিন আই অ্যাম কলকাতা (I’m Kolkata, Merlin), টিডিএইচ সুইস (TDH Swisse) এবং ডিআরসিএসসির (DRCSC ) উদ্যোগে কলকাতার ধাপা এলাকার (Dhapa Area) বস্তিতে বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (Computer Training Centre) এবং এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে টেলারিং সেন্টার চালু করা হল। টিডিএইচ সুইস ( শিশু অধিকার সংস্থা) এবং ডিআরসিএসসি (স্বেচ্ছাসেবী সংস্থা) যারা দীর্ঘদিন ধরে ধাপা এলাকা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং এবং আমেরিকার কনসোল জেনারেল মেলিন্ডা পাভেক (Melinda Pavek), মার্লিন গ্রুপের (Merlin Group) চেয়ারম্যান সুশীল মোহতা (Sushil Mohota) ও ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা (Saket Mohota), বিশিষ্ট গায়ক এবং শিশু অধিকার সুরক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য কমিশনের সদস্য সৌমিত্র রায় এবং ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের রাজনৈতিক অর্থনীতি উপদেষ্টা অজিতা মেনন এবং টিডিএইচ সুইস এর পক্ষ থেকে আশিস ঘোষ।
৬০ জন শিক্ষার্থীকে কম্পিউটার এবং সফট স্কিল প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের উন্নত ক্যারিয়ারের সুযোগ তৈরি করবে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া টেলারিং সেন্টারটিতে ২০ জন মহিলা কাজ শিখে স্বনির্ভর হবেন। প্রাথমিক অবস্থায় তাঁদের কাজের জন্য কাঁচা মালের খরচসহ সব সামগ্রী দেওয়া হবে। মার্লিন আই অ্যাম কলকাতার প্রতিষ্ঠাতা সাকেত মোহতা অতিরিক্ত ৭০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাগত সহায়তার করার ঘোষণা করেন। মার্লিন আই অ্যাম কলকাতা ২০২৩ সালে টিডিএইচ সুইস এবং ডিআরসিএসসি এর সাথে যৌথ উদ্যোগে ৪২০ জন শিশুর জন্য শিক্ষার দায়িত্ব নিয়েছিল। চলতি বছরে অতিরিক্ত ৭০ জন শিশুকে শিক্ষা গ্রহণ করতে সহায়তা করবে এই সংস্থা৷ এই বছরেই শহরের পাঁচটি বস্তি এলাকায় প্রায় ৪৯০ জন শিশুর শিক্ষার সব ব্যবস্থা করা হবে। ধাপা এলাকায় মার্লিন গ্রুপ এই সহায়তা শিক্ষা কার্যক্রমের অধীনে মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে।