ফের একবার বাণিজ্যতরীতে জলদস্যুদের ড্রোন হামলা। এবার এডেন উপসাগরে আক্রান্ত মার্কিন পণ্যবাহী জাহাজ। হামলার খবর পেয়েই আক্রান্ত জাহাজকে সাহায্য করতে সেখানে পৌঁছল ভারতীয় নৌসেনা যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম।

জানা গিয়েছে, বুধবার রাত ১১.১১টা নাগাদ এডেন উপসাগরে মার্শাল আইল্যান্ডের নিশানবাহী বাণিজ্যতরী এমভি জেনকো পিকার্ডিতে ড্রোন হামলা চালানো হয়। আক্রান্ত হওয়ার পর ভারতীয় নৌসেনার কাছে সাহায্য চায় জাহাজটি। খবর পেয়ে দ্রুতে উদ্ধারের জন্য সেখানে পৌঁছয় নৌসেনার জাহাজ। আইএনএস বিশাখাপত্তনম। জলদস্যুদের দমনে ওই এলাকায় মোতায়েন ছিল রণতরীটি। মনে করা হচ্ছে, এই হামলার পিছনে ইয়েমেনের হাউথিদের হাত রয়েছে।
সূত্রের খবর, ২২ জন নাবিক ছিলেন জাহাজটিতে যার মধ্যে ৯ জন ভারতীয়। হামলার জেরে জাহাজটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর নেই। বৃহস্পতিবার সকালেই এমভি জেনকো পিকার্ডিতে গিয়েছেন নৌসেনার ইওডি বিশেষজ্ঞরা। হামলায় জাহাজটির কী কী ক্ষতি হয়েছে তাঁরা তা খতিয়ে দেখেন। তবে বুধবারের এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ইজরায়েল ও হামাস যুদ্ধের জেরে বর্তমানে রীতিমতো উত্তপ্ত লোহিত সাগর। সেখানে একের পর এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালাচ্ছে হাউথি জঙ্গিগোষ্ঠী। এডেন উপসাগরে এই হামলার নেপথ্যেও হাউথিরা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।







































































































































