রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি, তীব্র নিন্দা বিরোধীদের

0
1

রামমন্দির উদ্বোধনে সরকারি উদ্যোগের কোনও খামতি রাখছে না মোদি সরকার। ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মচারীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হল। বৃহস্পতিবার, এই ঘোষণা করেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওইদিন নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, হরিয়ানা-সহ আশপাশের এলাকার সমস্ত মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

লোকসভা ভোটের আগে রামমন্দিরকেই (RamMandir) সর্বস্তরের প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরছে কেন্দ্রের বিজেপি সরকার (Central Government)। আর সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই সরকারি কর্মচারীরা যাতে রাম মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণ দেখতে পান, তার জন্য এই পদক্ষেপ বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ২২ জানুয়ারির পর মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে যাওয়ার পর, মন্ত্রীদের, নিজেদের এলাকার মানুষদের অযোধ্যা নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, সেই সফরে মন্ত্রীদেরও সঙ্গে যেতে বলা হয়েছে।

এই নিয়ে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। তাদের মতে রামমন্দির নিয়ে রাজনৈতিক গিমিক করার চেষ্টা করছে মোদি সরকার।