হাড় কাঁপানো শীতের ঠেলায় বিপাকে দিল্লিবাসী (Delhi People)। গত ৮ দিন ধরে কাঁপছে উত্তর ভারত। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা আর কমেছে বাতাসের গুণগতমান। দিল্লি বিমানবন্দর(Delhi Airport), ইন্ডিয়া গেট (India Gate) সহ বেশ কিছু এলাকার দৃশ্যমানতা প্রায় পঞ্চাশ মিটারে নেমে এসেছে বলে খবর। বৃহস্পতিবার মৌসম ভবন (IMD) জানিয়েছে যে আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রিতেই থাকবে।


আইএমডি বলছে আজ ও আগামীকাল রাজধানীতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও সকাল থেকে ঘন কুয়াশায় একাধিক গণপরিবহন পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকছে। অন্তত ৫ দিন এই শৈত্য প্রবাহ জারি থাকবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ইতিমধ্যেই ফুটপাতের বাসিন্দারা সরকারের দেওয়া রাতের বিশেষ আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। আজ প্রায় কুড়িটি ট্রেন দেরিতে চলেছে এবং একাধিক উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিমানবন্দর।






































































































































