সচিনের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ, গেমিং অ্যাপের বিরুদ্ধে এফআইআর দায়ের

0
3

কয়েকদিন আগে ডিপফেকের শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে উগরে দিয়েছিলেন ক্ষোভ। আর এরপরই মাস্টার ব্লাস্টারের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনা নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে। জানা যাচ্ছে, সচিন তেন্ডুলকরের পিএ রমেশ পারধের অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ আইপিসি ৫০০ এবং আইটি ৬৬ (এ) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই নিয়ে সচিনের পিএ রমেশ পারধে জমা করা নোটিসে লিখেছেন, ‘এই ইন্টারভিউ সচিন ও তাঁর কন্যার ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি তাঁর পরিবারকে অসম্মানিত করার জন্য তৈরি করা হয়েছে। এই ডিপফেক ভিডিও একেবারেই ভিত্তিহীন। কয়েক বছর আগে বিক্রম সাঠে নামক ক্রীড়া সাংবাদিককে সচিন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের ভিডিও থেকেই এই ডিপফেক তৈরি করা হয়েছে।

কিছুদিন আগে ভুয়ো ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই ওয়েবসাইটে দেখানো হয়েছিল সচিন ওই সংস্থার গেমিং অ্যাপের প্রচার করছেন। তা সত্যি নয় বলে কিছু দিন আগেই জানিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। গত ১৫ জানুয়ারি প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব হন সচিন। তার আগে মেয়ে সারার সঙ্গে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও দেখা যায়, সারা একটি অনলাইম গেম খেলছেন, যার মাধ্যমে রোজগার করা যায়। ভিডিওতে সচিনকেও দেখা যায় পিছন দিকে। সেই ভিডিও তাঁদের মুখে ব্যবহার করা হয় কিন্তু অন্য কারও কণ্ঠস্বর। ভুয়ো ভিডিওটি নজর এড়ায়নি সচিনের। এই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন সচিন। প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ করেন সচিন। দেন একটি বার্তা। যেই বার্তায় মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিভাগকেও যুক্ত করেন সচিন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও যুক্ত করেন তাঁর বার্তার সঙ্গে।

আরও পড়ুন- রোহিত-রিঙ্কুর ব্যাটিং-এ মুগ্ধ দ্রাবিড়, কী বললেন ভারতীয় দলের কোচ?