সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। নির্বাচনকে মাথায় রেখেই প্রচারে জোর দিতে চাইছেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। আর সেকারণেই ফের ইডির (ED) সমন (Summon) এড়াতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনটাই শোনা যাচ্ছে। আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরিওয়ালকে তলব করেছে ইডি। গত ১৩ জনুয়ারি তাঁকে সমন পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তবে এদিন দলের তরফে জানানো হয়েছে, ইডি দফতরে না গিয়ে কেজরিওয়াল গোয়ায় যাবেন ভোটপ্রচার করতে। এদিকে ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা না দিলে ফের শুক্রবারই তলব করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে রয়েছেন কেজরিওয়াল। এর আগেও তিনবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। ইডির সমনকে ‘বেআইনি’ দাবি করে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। কেজরিওয়ালও একাধিকবার সমনের বিরুদ্ধে সরব হন। তিনি জানান, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে তার কোনও ভিত্তি নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে ইডি। এবার লোকসভা নির্বাচন সামনে আসতেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি, এমনই অভিযোগ আপের। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আজই গোয়া উড়ে যাবেন কেজরি। ইতিমধ্যে সেই খবর ইডিকে জানিয়েও দেওয়া হয়েছে আপের তরফে।
তবে পরপর তিনবার সমন উপেক্ষা করায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে ইডি তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু ইডি সূত্রে খবর, এখনই কেজরির বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শুক্রবার তাঁকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে খবর।