হুথিদের বিরুদ্ধে অভিযানে নিখোঁজ দুই আমেরিকান কমান্ডো!

0
1

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে চলেছে ইয়েমেনের হুথি বাহিনী (Houthi)। গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে হামলাও চালিয়েছে ব্রিটেন ও আমেরিকা। এবার গোপন অভিযান চালাতে গিয়ে নিখোঁজ আমেরিকান ফৌজের দুই কমান্ডো। তাঁদের উদ্ধার করতে অভিযানে নেমেছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (United States Central Command) বা সেন্টকম (Centcom)।

বেশ কয়েক মাস ধরেই ইরানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে আমেরিকা। সূত্রের খবর আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হুথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছিল নেভি সিলস কমান্ডোদের। সেখানেই হুথিদের অস্ত্রভাণ্ডারের খোঁজ মেলে। যার মধ্যে ছিল ইরানে তৈরি ব্যালিস্টিক মিসাইলের অংশ, ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-সহ একাধিক অস্ত্রশস্ত্র। এই দিয়েই জলপথে আক্রমণ করত জঙ্গি গোষ্ঠী বলে অভিযোগ। সোমালিয়া উপকূলে থাকা জাহাজটি থেকে অভিযান শুরু করে মার্কিন নৌসেনার নেভি সিলস। সেই অভিযানে গিয়ে নিখোঁজ ২ মার্কিন কমান্ডো।