সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali Case) দোষীদের রেয়াত নয়। আর সেকারণেই এবার রেশন বন্টন মামলায় অভিযুক্ত নিখোঁজ শেখ শাহজাহানের (Seikh Sahjahan) বাড়িতে বসল সিসিটিভি ক্যামেরা (CCTV)। সূত্রের খবর, বাড়িতে মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে। মঙ্গলবার রাতেই শাহজাহানের সরবেড়িয়ার বাড়ির সামনে ক্যামেরা বসিয়ে নজরদারি শুরু করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ (Basirhat Police District)। বুধবার সকালেই দেখতে পাওয়া যায়, তাঁর বাড়ির সামনে অর্থাৎ আকুঞ্জি পাড়ার মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এমনকী তাঁর বাড়ির লাগোয়া গ্যারাজেও একটি মনিটর বসানো হয়েছে বলে খবর। এড়াছাও শাহজাহানের বাড়ির বাইরে ও পিছনেও বসানো হয়েছে ক্যামেরা। সব মিলিয়ে মোট ১০টি ক্যামেরা লাগানো হয়েছে।
এখনও বেপাত্তা সন্দেশখালির শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার না করতে পারায় বিভিন্ন মহল থেকে উঠছে একাধিক প্রশ্ন। তবে রাজ্য পুলিশের তরফে প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যে ঘটনায় জড়িত একাধিক অভিযুক্তকে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তা নিয়ে মঙ্গলবারই তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাই কোর্ট।
ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন বন্টন মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে জোর করে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৩ ইডি আধিকারিক। ইতিমধ্যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের হয়েছে বলে খবর। অন্যদিকে আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি করেন জানিয়েছে ইডি।