চিনের ডিং লিরেনকে হারিয়ে বর্তমানে দেশের একনম্বর দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ

0
3

নজির গড়লেন ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। তিনি বিশ্বনাথন আনন্দকে টপকে প্রথমবার দেশের একনম্বর দাবাড়ু হলেন। বুধবার টাটা স্টিল মাস্টার্স টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে হারিয়ে এই নজির গড়লেন প্রজ্ঞানন্দ।তার এই সাফল্যের পরে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রজ্ঞানন্দ এক বিস্ময় প্রতিভা। তোমার দুর্দান্ত এই পারফরম্যান্সে দেশবাসী অসম্ভব গর্বিত। ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু এখন তুমিই। দেশের জন্য দারুণ গর্বের মুহূর্ত।”

প্রসঙ্গত, মাত্র ৫ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেছে রমেশবাবু প্রজ্ঞানন্দ। ১৮-বছরে পৌঁছোতে একাধিক খেতাব অর্জন করে ফেলেছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সবাই। এবার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের একনম্বর দাবাড়ুর সিংহাসন দখল করলেন প্রজ্ঞানন্দ। এতদিন এই জায়গায় ছিলেন বিশ্বনাথন আনন্দ।