রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফের কটাক্ষ কুণাল ঘোষের ৷ তৃণমূল নেতার কটাক্ষ, শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন এবং বিষ ছড়াচ্ছেন। বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কুণাল এদিন বলেন, বিজেপির রাজনীতিটাই হচ্ছে রোটি, কাপড়া অর মাকান, অর্থাৎ উন্নয়নের তাদের যে ব্যর্থতা, মানুষের ওপর বোঝা চাপাচ্ছেন তার থেকে নজর ঘোরাতেই ধর্মের নামে মেরুকরণ। আসল হিন্দু ধর্মগুরুরা যারা প্রতিবাদ করছেন, সেই শঙ্করাচার্যদেরও অপমান করছে এই বিজেপি।
কুণাল আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২২ তারিখ সংহতির মহামিছিলের ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ধর্ম যার যার উৎসব সবার আর উন্নয়ন গোটা সমাজের। আর সেই জায়গায় বিষ ঢালার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, এই প্ররোচনাদাতার ওপর কড়া নজর রাখুন, দরকার হলে ব্যবস্থা নিন। এই ধর্মীয় মেরুকরণের মাধ্যমে সংহতির বাতাবরণকে নষ্ট করে যে বিষ ছড়াচ্ছে, দরকার হলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিন। এবং যে ব্যক্তি কেবলমাত্র রাজনীতি করার জন্য বাংলার শান্তি, সংহতি নিয়ে খেলা করছে রাজ্যপালকে অনুরোধ করবো তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন- ডার্বির প্রস্তুতি শুরু ইস্ট-মোহনের