লাগাতার মি.সাইল হা.মলা! পাকিস্তানের জ.ঙ্গি ঘাঁটি দু.রমুশ ইরানের, চিন্তা বাড়ছে ইসলামাবাদের

0
2

পাকিস্তানের (Pakistan) বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা (Missile Attack) চালাল ইরান (Iran)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ারস্ট্রাইকের (Air Strike) জেরে জইশ গোষ্ঠীর দুই ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে গেছে। যদিও পাক সরকারের (Pakistan Govt) দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এদিকে হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি ইসলামাবাদের। জানা গিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সফরের পরই পাকিস্তানে মুহুর্মুহু আক্রমণ চালাল ইরান। এদিকে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে সাফ জানানো হয়েছে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা।

তবে সোমবার একইভাবে ইরাক এবং সিরিয়ায় ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরানের রিভলিউশনারি গার্ডস৷ এই জঙ্গি গোষ্ঠী গত কয়েক বছরে একাধিকবার ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ তারই প্রতিবাদে পাকিস্তানে মিসাইল হামলা ইরানের। এদিকে পাকিস্তান হামলার স্থান উল্লেখ না করলেও, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বালোচিস্তানের কুহে সবজ এলাকায় জইশ জঙ্গিদের মূল ঘাঁটি ছিল। সেই ঘাঁটিই মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের মিসাইল হামলার বিষয়ে একেবারেই মুখে কুলুপ পাক সেনার। তবে পাক বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় পাকিস্তানে শিশু ও মহিলারা জখম হয়েছে। এর পরিণতি ভাল হবে না।