দিনকয়েক আগেই বিমান চালককে (Pilot) চড় মারার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল দেশ। উড়ান ছাড়তে দীর্ঘক্ষণ বিলম্ব হওয়ায় চরম ক্ষুব্ধ হন এক যাত্রী (passenger)। আর তারপরই নিজের আসন থেকে উঠে গিয়ে বিমান চালককেই সজোরে থাপ্পড় মারেন। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায়। ঘটনাটিকে অনেকে সমর্থন জানালেও বিমান চালকের গায়ে হাত তোলার বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম নিন্দার মুখে পড়তে হয় ওই যাত্রীকে। কিন্তু কেন এমন ‘অনভিপ্রেত ঘটনা’ ঘটল দিল্লি-গোয়া (Delhi-Goa) ইন্ডিগো উড়ানে (Indigo Flight)? এবার সেই সত্য সামনে আনলেন অভিযুক্ত ব্যক্তির সহযাত্রী।
সানাল ভিজ নামে ওই যুবকের সোশ্যাল মিডিয়ায় দাবি, তিনি হিংসাকে কোনওভাবেই সমর্থন করেন না। কিন্তু তবুও ইন্ডিগো বিমান সংস্থাকেই কাঠগড়ায় তুললেন ওই সহযাত্রী। তাঁর অভিযোগ, ঘটনাটির প্রচারে নিজেদের গাফিলতির দিকটি পুরোপুরি লুকিয়েছে বিমান সংস্থাটি। সানালের দাবি, বিমানটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ছাড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে। প্রাথমিকভাবে ঘণ্টা পাঁচেক দেরির পরে ১২টা ২০ নাগাদ ১৮৬ জন যাত্রীর বোর্ডিং সম্পন্ন হয়। যাঁদের মধ্যে শিশু, বৃদ্ধ থেকে শুইরু করে সমস্ত বয়সের মানুষরা ছিলেন। এরপর ইন্ডিগোর তরফে জানানো হয় ১২টা ৪০ মিনিটে বিমান ছাড়বে। কিন্তু দেখা যায় প্রায় তিনটে পর্যন্ত বিমানের দরজা খোলা।
.@DGCAIndia @MoCA_GoI @JM_Scindia @IndiGo6E I don't support violence, but the airline took advantage and hid all their mismanagement and mistakes in lieu of what the passenger did. Below is a first-hand account of the incident. #DelhiAirport #Indigoairlines #Indigo pic.twitter.com/tNQBKQKwSi
— Sanal vij (@sonalchinioti) January 15, 2024
সানালের আরও অভিযোগ, প্রথমে জানানো হয়েছিল, এটিসি থেকে ছাড়পত্র না মেলাতেই এই পরিস্থিতি। কিন্তু পরে বিমান চালক ঘোষণা করেন, এক ক্রু সদস্যের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তিনি এলেই বিমান ছেড়ে দেওয়া হবে। এরপরই পরিষ্কার হয়ে যায়, আগের দাবিটি একেবারেই মিথ্যে। তিনি আরও জানিয়েছেন, ২টো ৪০ নাগাদ সেই ক্রু সদস্য আসার পরে বিমানের দরজা বন্ধ হয়। কিন্তু তখনও সেটি দাড়িয়েছিল। ৩টে বেজে গেলেও পরিস্থিতির এতটুকু বদলায়নি। আরও মিনিট কুড়ি পরে সহকারী বিমান চালক যাত্রীদের সঙ্গে কথা বলতে আসেন। এরপরই ওই যাত্রী ছুটে এসে চড় মারেন চালককে। পাশাপাশি এদিন ইন্ডিগোর ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে যাত্রীর অভিযোগ, বয়স্ক যাত্রীরা জল চেয়েও পাননি। খাবারের জন্য বাইরে বেরতে হয়েছিল। এদিকে অভিযুক্ত যাত্রীকে মঙ্গলবার সন্ধেয় গ্রেফতার করা হলেও কিছু সময় পর তিনি জামিনে মুক্তি পান।