উল্কাগতিতে পতন শেয়ারবাজারের, একদিনে ৪ লক্ষ কোটির ক্ষতি

0
1

একদিনে সর্বোচ্চ পতন দেখল শেয়ারবাজার। এদিন বাজার খোলার পরই উল্কার গতিতে নামতে দেখা গেল সেনসেক্স ও নিফটিকে। পরিস্থিতি এমন পর্যায়ে যে একদিনে ৪ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়ল বাজার। এদিন ১৬২৮ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৪৬০ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৬২৮.০১ পয়েন্ট বা -২.২৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৭১,৫০০.৭৬। এনএসই নিফটি (NSE Nifty) -৪৬০.৩৫ পয়েন্ট বা -২.০৯ শতাংশ নেমে হয়েছে ৩১,৫৭১.৯৫। মূলত ১৭ জানুয়ারি বুধবার প্রধানত এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের মূল্যের উল্লেখযোগ্য পতনের কারণে বাজারে এত বড় ধস নেমেছে। কোম্পানি ডিসেম্বর ত্রৈমাসিকের ফল রিপোর্ট করার একদিন পরে এই ঘটনা ঘটল। যদিও বাজার বিশেষজ্ঞরা বলছেন, এত ধসের পরেও ২১,৫০০ পয়েন্টকে রেসপেক্ট করেছে নিফটি ৫০। সেই ক্ষেত্রে এখান থেকে ঘুরতে পারে বাজার। আগামিকাল এর নীচে নামলে ২১ হাজার বা ২০৯০০-তে সাপোর্ট আছে নিফটির। তবে অনেকেই মনে করছেন, এত বড় ধসের পর আগামিকাল বাজার কিছুটা ঘুরে দাঁড়াবে।