আর লুকোচুরি নয়, নির্বাচন উপলক্ষ্যে দল ভাঙাতে এবার প্রকাশ্যেই কমিটি গঠন বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস সহ বিরোধীদলের নেতা, সাংসদ ভাঙাতে কমিটি গঠন করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষকে নিয়ে যোগদান কমিটি নামে একটি উচ্চ-স্তরের প্যানেল গঠন করেছে গেরুয়া শিবির।
বিজেপি সূত্রের খবর, নতুন এই কমিটির কাজ হবে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি দলে অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। নতুন যোগদানের পিছনে দলের শক্তিশালীকরণই লক্ষ্য, পাশাপাশি বিরোধীদের আরো দুর্বল করতেই এই উদ্যোগ বিজেপির। এপ্রসঙ্গে বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “বিজেপি নির্বাচনী এবং আদর্শগতভাবে দুর্বল এমন এলাকায় দলকে শক্তিশালী করতে নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে, এই ধরনের যোগদান কর্মসূচি পুরো ভোটের পরিবেশকে দলের পক্ষে নিয়ে আসবে। এবার প্রধান লক্ষ্য হবে কংগ্রেস এবং প্রধান প্রভাবশালী নেতাদের প্রস্থান নিশ্চিত করে নির্দিষ্ট এলাকায় সেই দলটিকে দুর্বল করে দেওয়া ।”