বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি এখন কলকাতায় ভ্রমণপ্রিয়দের কাছে অন্যতম আকর্ষণ।দিনকে দিন এই গঙ্গা আরতি দেখতে ভিড় উপচে পড়ছে। তাই এবার এই আরতির স্থান বদলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন।সব ঠিকঠাক থাকলে, বাজা সকদমতলা ঘাটের পরিবর্তে এবার থেকে গঙ্গা আরতি হবে মিলেনিয়াম পার্ক চত্বরে।২০২৩-এর মার্চ নাগাদ কলকাতার বাজে কদমতলা ঘাটে শুরু হয়েছিল গঙ্গা আরতি। মুখ্যমন্ত্রীই সেই আরতি পর্বের সূচনা করেছিলেন। এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন সন্ধ্যায় এই আরতি অনুষ্ঠিত হয়।
কলকাতা পুরসভার তরফে এই গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্ট’কে। স্থান বদল হলেও, তাদের হাতেই থাকবে আরতির দায়িত্ব।
যদিও মিলেনিয়াম পার্ক চত্বরে আরতির জায়গা বদল হলে, নতুন করে পরিকাঠামো তৈরি করতে হবে।ইতিমধ্যেই আরতির জন্য মিলেনিয়াম পার্ক ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মূর্তি সমেত মন্দির। দর্শনার্থীদের জন্য কেনা হয়েছে পর্যাপ্ত পরিমাণে চেয়ার। প্রতি শনিবার শুরু হয়েছে ভোগ বিতরণও। এ ছাড়াও, গঙ্গা আরতির উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে পুরসভার তরফে।
আসলে বাজা কদমতলা ঘাটে আরতি দেখতে যে হারে মানুষ ভিড় জমাচ্ছেন, তাতে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের।এছাড়া ভিড় বাড়ায় আরতি দেখতেও মানুষের অসুবিধা হয়। তাই দর্শকদের কথা মাথায় রেখেও জায়গা বদল করছে পুরসভা।অবশ্য এখানে আরতি স্থানান্তরিত করতে কলকাতা বন্দর এবং সেনা কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সেই অনুমতিও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বলে আশাবাদী পুরসভা।