কেন্দ্রের নির্ভরশীলতা কাটিয়ে গরিব মানুষকে রেশন দেবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1

কেন্দ্রের নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে এবার নিজেরাই বাংলার গরিব মানুষকে রেশন  দেবে রাজ্য সরকার। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য এবিষয়ে সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে।

একশো দিনের কাজ, আবাস যোজনার মত প্রকল্পে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না।  মুখ্যমন্ত্রী জানান, এর উপরে এখন রেশন বাবদ রাজ্যের পাওনা সাত হাজার কোটি টাকাও আটকে রেখেছে কেন্দ্র। ডিসেম্বরে তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া মেটানোর দাবি জানান। বকেয়া মেটানোর আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা পাওয়া যায়নি।

এদিনের প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যে চিঠি প্রকাশ্যে এসেছে, তাতে বকেয়া যা ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছে রেশনের ৭০০০ কোটি টাকা। কিন্তু কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র। নবান্ন সূত্রে বলা হয়েছে, রাজ্য গরিব মানুষকে নিজেদের টাকায় চাল, গম ও অন্যান্য রেশন সামগ্রী দেবে সারা বছর। কেন্দ্রের টাকার উপর ভরসা করবে না। এবিষয়ে সবরকম প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে।