প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্য়ায়। প্রণব মুখোপাধ্যাকে নিয়ে ‘প্রণব মাই ফাদার: আ ডটার রিমেম্বার্স’ বই লিখেছেন শর্মিষ্ঠা। সোমবার পৌষ সংক্রান্তির দুপুরে সেই বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দিলেন শর্মিষ্ঠা। সেই মুহূর্তের ছবি টুইটারে তুলে ধরে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, তাঁর বই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উৎসূক ছিলেন এবং সেই বইয়ের একটি কপি হাতে পাওয়ার জন্য তাঁকে ডেকেছিলেন। এই ছবি দেখার পর রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে, লোকসভা ভোটের কয়েক মাস আগে এই ছবি কি অন্য কোনও ইঙ্গিত? যদিও তা এখনও স্পষ্ট হয়নি।

বাবাকে নিয়ে লেখা শর্মিষ্ঠার স্মৃতিচারণমূলক বই ‘প্রণব, মাই ফাদার: এ ডটার রিমেম্বার্স’ গ্রন্থে তাঁর বাবার বিস্তারিত জীবন কাহিনি বর্ণনা করেছেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরিতে উল্লেখ করা হয়েছে নানা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেগুলিই তাঁর বইতে চ্যাপ্টার অনুযায়ী তুলে ধরেছেন কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় তাঁর ডায়েরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী সম্পর্কে আলাদা আলাদা করে মতামত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মোদির প্রশংসা করে প্রণব লিখেছেন, “ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদিই এমন প্রধানমন্ত্রী যিনি সঠিকভাবে জনতার পালস বুঝতে পারেন।” মোদি প্রসঙ্গে প্রণবের ডায়েরিতে উল্লেখ করা রয়েছে, ১. ওঁর চিন্তায় স্বচ্ছতা রয়েছে, দেশের প্রতি নিবেদিতপ্রাণ। ২. জনতার পালস খুব ভালো বুঝতে পারে। ৩. মিস্টার সবজান্তা নয়, জানার আগ্রহ রয়েছে । ৪. আরএসএস সদস্য হওয়ায় ভয়ঙ্করভাবে দেশপ্রেমী ও জাতীয়তাবাদী।
আরও পড়ুন- লোকসভার আগে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, বদলি হলেন ৭৯ জন আধিকারিক






































































































































