রামমন্দির উদ্বোধনকে মোদির রাজনৈতিক কর্মসূচি বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল জানালেন, বিজেপি ও আরএসএস মিলে এই অনুষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে।
ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষ্যে বর্তমানে নাগাল্যান্ডে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ২২ জানুয়ারির অনুষ্ঠানকে সম্পূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করেছে বিজেপি ও আরএসএস। এটা আরএসএস ও বিজেপির ফাংশন। যার জেরেই কংগ্রেস সভাপতি এই অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, “আমরা সমস্ত ধর্ম, সমস্ত আচার অনুষ্ঠানকে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বড় সংগঠকরা বলছেন যে, ২২ জানুয়ারির অনুষ্ঠানকে তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান বলেই মনে করছে।” রাহুল জানান, তাই আমাদের পক্ষেও প্রধানমন্ত্রী ও আরএসএসের আয়োজিত কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়াটা কঠিন।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। অযোধ্যার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের ‘যম নিয়ম’ মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং কংগ্রেসের লোকসভা সাংসদ অধীররঞ্জন চৌধুরি রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন। রামমন্দিরের ধর্মীয় আবেগকে ব্যবহার করে লোকসভা ভোটের আগে রাজনৈতিক সুবিধা পেতে চাইছে বিজেপি, এমনটাই অভিযোগ করল কংগ্রেস নেতৃত্ব।