ডার্বির প্রস্তুতি শুরু ইস্ট-মোহনের

0
1

অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার ভুবনেশ্বরে পৌঁছে দলবল নিয়ে ডার্বির প্রস্তুতি শুরু করে দিলেন মোহনবাগান সুপার জায়েন্টের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানে তাঁর ভুমিকা বদলে গিয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর থেকে সবুজ-মেরুনে ফের কোচের হটসিটে এই স্প্যানিশ বস। সহকারী ম্যানুয়েল পেরেজকে নিয়ে ভুবনেশ্বরের টিম হোটেলে যোগ দেন হাবাস। কোচিং স্টাফের পুরনো সঙ্গী এবং খেলোয়াড়দের দেখতে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। সন্ধ্যায় স্প্যানিশ কোচই দলকে অনুশীলন করান। শুক্রবারের ডার্বিতে হাবাসেরই বেঞ্চে বসার সম্ভাবনা।

গ্রুপে প্রথম দুই ম্যাচ তিন পয়েন্ট এলেও স্বস্তির জয় আসেনি মোহনবাগানে। তাই হাবাসের সামনে ডার্বি জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর কঠিন চ্যালেঞ্জ। দুই প্রধানে এখন বড় ম্যাচের আবহ। মোহনবাগানের তুলনায় ভাল জায়গায় ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ, লালচুংনুঙ্গা ছাড়া পুরো দলকেই পাচ্ছে কার্লোস কুয়াদ্রাতের দল। অন্যদিকে, চোট সমস্যা এবং জাতীয় দলে থাকা সাত ফুটবলারকে ধরলে ন’জনকে ছাড়া সুপার কাপে খেলতে হচ্ছে মোহনবাগানকে। তাছাড়া ডার্বি ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় হাবাসের দলকে জিততেই হবে। ফলে অ্যাডভান্টেজ লাল-হলুদ।

মঙ্গলবার ফুটবলারদের অনুশীলন রাখেননি ইস্টবেঙ্গল কোচ। কিন্তু হোটেলে ক্লেটন সিলভাদের নিয়ে মোহনবাগানের খেলার ভিডিও ক্লিপিংস দেখিয়ে কাটাছেঁড়া করেন কুয়াদ্রাত। বিকেলে মুম্বই সিটি ও পাঞ্জাব এফসি ম্যাচ দেখতে যান কোচ, ফুটবলাররা। তার আগে ইয়ুথ লিগে যুব দলের ফুটবলারদের ম্যাচও দেখতে চান কুয়াদ্রাত ও তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন- মারাদোনাকে নাকি খু.ন করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁর ছেলে