১০০ দিন পেরিয়ে গেলেও ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এহেন পরিস্থিতির মাঝেই হামাসের তরফে ভিডিও প্রকাশ করে জানানো হল, ইজরায়েলের বোমা হামলায় মৃত্যু হয়েছে ২ পণবন্দির। যদিও পাল্টা ইজরায়েলের দাবি, মিথ্যা বলছে হামাস। যে বিল্ডিংয়ে তাঁদের রাখা হয়েছিল সেটিকে নিশানা করা হয়নি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার ভিডিও প্রকাশ করে দুই পণবন্দির দেহ দেখায় হামাস জঙ্গিরা। দাবি করা হয়, ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে তারা। এদিনের ভিডিওটিতে নোয়া আরগামনি (২৬) এক মহিলা পণবন্দিকে বলতে শোনা যায়, ইজরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে দুজন পণবন্দির। ওই মহিলাকে শনাক্ত করেছে ইজরায়েলের সংবাদমাধ্যম। রবিবার হামাস জানিয়েছিল, গাজায় বোমা ফেলছে ইজরায়েলি সেনা। যে কারণে কয়েকজন পণবন্দির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি হুমকি দেওয়া হয়েছিল, গাজায় যদি আক্রমণ শানানো বন্ধ না করা হয় তাহলে বাকি পণবন্দিদের মেরে ফেলা হবে। এদিকে ভিডিও যে দুই পণবন্দির দেহ দেখানো হয়, জানা গিয়েছে তাঁরা হলেন ইয়োসি শারাবি (৫৩) এবং ইটাই সভিরস্কি (৩৮)।
এদিকে নিজেদের ছোড়া বোমায় নিজের দেশের নাগরিকের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে ইজরায়েলের। পণবন্দিদের পরিজনের চাপ প্রবল হচ্ছে নেতানিয়াহু সরকারের উপর। যদিও ইজরায়েল সরকার হামাসের দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে জানিয়েছে, “হামাস মিথ্যা বলছে। যে বিল্ডিংয়ে তাঁদের রাখা হয়েছিল সেটিকে নিশানা করা হয়নি। সেখানে আমাদের বাহিনী কোনও হামলা চালায়নি।”







































































































































