খেলাধূলার বিভিন্ন ক্ষেত্রে ২০২৩ সালে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন যাঁরা, তাঁদের পাশে রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে তাঁদের পদক জয়ের স্বীকৃতি হিসাবে সংবর্ধনার (felicitation) পাশাপাশি তাঁদের হাতে আর্থিক পুরস্কারও তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ জানুয়ারি এই সংবর্ধনা ও পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে হ্যাংঝাউতে (Hangzhou) অনুষ্ঠিত ১৯ তম এশিয়ান গেমসে (19th Asian Games) রেকর্ড সংখ্যক পদক জয় করেছে ভারত। বিভিন্ন ক্ষেত্রে গোটা দেশের খেলোয়াড়রা ১০৭টি পদক জয় করেছে ভারত। তার মধ্যে বাংলার বেশ কিছু খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে সোনাজয়ী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়ও রয়েছে। অন্যদিকে জাতীয় স্তরের খেলাধূলোর ক্ষেত্রে পদকজয়ীদেরও সংবর্ধনার আয়োজন করেছে রাজ্য সরকার।
২০২৩ সালের ডিসেম্বরে দেশে প্রথমবার জাতীয় প্যারালিম্পিক্স (National Paralympics) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাতটি ইভেন্ট নিয়ে। প্রথম জাতীয় প্যারালিম্পিক্সে বাংলার পদকজয়ী ১ জন। তবে বিরাট সাফল্য় ন্যাশানাল গেমস-এ (National Games)। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে মোট ৫৬টি পদক জিতেছে এরাজ্যের খেলোয়াড়রা। এর মধ্যে ৭টি সোনা, ২৩টি রূপো ও ২৬টি ব্রোঞ্জ রয়েছে।
২৫ জানুয়ারি শহরের প্রেক্ষাগৃহে সংবর্ধিত করা হবে এই খেলোয়াড়দের। মোট ৩২২ জনকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনার পাশাপাশি তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। মোট ৬ থেকে ৭ কোটি টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে ২৫ তারিখের অনুষ্ঠানে। পুরস্কার প্রাপকদের মধ্যে থাকবেন এশিয়ান গেমসে ইকুয়াস্ট্রিয়ান ড্রেসেজ (Equestrian Dressage) বিভাগে সোনা জয়ী অনুশ আগরওয়ালও।