বেলেঘাটায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষ, আহত ২৯ যাত্রী

0
1

শহরের বুকে ফের বড়সড় পথ দুর্ঘটনা। এবার বেলেঘাটা মেইন রোডে মুখোমুখি দুই বেসরকারি বাসের সংঘর্ষ। মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন যাত্রী। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ধামাখালির দিকে যাচ্ছিল ৪৪/১ রুটের একটি বাস। সেই সময়েই বেলেঘাটার থেকে শিয়ালদহগামী অন্য একটি বাস ওই বাসে সজোরে ধাক্কা মারে। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও কোনও হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি বাসেরই গতিবেগ খানিকটা বেশি ছিল। রানি রাসমনি বাজারের কাছে এসে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতিরিক্ত গতি থাকায় লেন পরিবর্তন হয়ে উল্টো দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।