এবার ডিপফেকের শি.কার সচিন-সারা, ক্ষু.ব্ধ মাস্টার ব্লাস্টার

0
2

প্রযুক্তির অপব্যবহার নিয়ে এবার সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পরা এই ভুয়ো ভিডিও নিয়ে ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর। এই ধরনের ঘটনাকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সচিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ।

সম্প্রতি সচিন এবং সারার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে, সেখানে দেখা যাচ্ছে, সারা একটি অনলাইম গেম খেলছেন। যার মাধ্যমে রোজগার করা যায়। ভিডিওতে সচিনকেও দেখা যাচ্ছে পিছন দিকে। সেই ভিডিওতে তাঁদের মুখে ব্যবহার করা হয়েছে অন্য কারও কন্ঠস্বর। ভুয়ো এই ভিডিওটি নজর এড়ায়নি সচিনের। এই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছেন। প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচিন। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেছেন, “ এই ভিডিও গুলো ভুয়ো। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্ত লাগে। এই ধরনের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপগুলোর বিরুদ্ধে প্রচুর পরিমাণে রিপোর্ট করার জন্য সবাইকে অনুরোধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও সতর্ক হতে হবে। অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত তাদের। ভুল তথ্য এবং ডিপফেকস বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অত্যন্ত দ্রুত পদক্ষেপ করা গুরুত্বপূর্ণ।” সচিন তাঁর এই বার্তার সঙ্গে মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিভাগকেও যুক্ত করেছেন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও যুক্ত করেছেন তাঁর বার্তার সঙ্গে।

 

 

আরও পড়ুন- বিরাটের কফির আমন্ত্রণের উত্তর জোকারের, বললেন অপেক্ষায় রইলাম