স্বপ্নে এসেছিলেন প্রভু! অযোধ্যায় মন্দির উদ্বোধনের আগে ‘রাম’কে নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য লালুপুত্রের

0
2

রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে বড়সড় দাবি করলেন লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) জ্যেষ্ঠপুত্র তথা আরজেডি (RJD) নেতা তেজপ্রতাপ যাদব (Tejpratap Yadav)। তিনি জানিয়েছেন, দিনকয়েক আগেই স্বয়ং রামচন্দ্র (Ramchandra) তাঁর স্বপ্নে এসেছিলেন। প্রভু রাম আমার স্বপ্নে এসে বললেন, ওরা (বিজেপি) শুধুমাত্র নাটক করছে। রাম তাঁকে জানিয়েছেন, ২২ জানুয়ারি তিনি অযোধ্যায় (Ayodhya) যাচ্ছেন না! হ্যাঁ, সম্প্রতি এমন মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন তেজপ্রতাপ।

সম্প্রতি এক জনসভার মঞ্চ থেকে লালুপুত্র জানান, স্বপ্নে এসে প্রভু রাম না কি তাঁর কাছে বড় ঘোষণা করেছেন। তেজপ্রতাপ বলেন, অযোধ্যায় কি শুধুমাত্র ২২ জানুয়ারির জন্যই প্রভু রাম আসবেন? সেটার কি খুব প্রয়োজন? তারপর তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি। প্রভু রাম আমার স্বপ্নে এসে বললেন, ওরা (বিজেপি) কেবল নাটক করছে। আর সেকারণেই ২২ জানুয়ারি তিনি অযোধ্যায় যাচ্ছেন না! তেজপ্রতাপের এই বক্তব্যকে কেন্দ্র করেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের গর্ভগৃহে ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যে রামকে সামনে রেখে সেজে উঠেছে অযোধ্যা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশেষ আমন্ত্রিতেরা। ইতিমধ্যেই কংগ্রেস-সহ বিরোধী জোটের অধিকাংশ দল ওই দিন অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।