গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শিল্পীকে দেখতে সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছে দীর্ঘক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাড়ে ৫টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়।
বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এর পর স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা তাঁকে পরীক্ষা করে দেখেন। তাঁকে রাখা হয়েছে পিজির উডবার্ন ব্লকে। সোমবার বিকেল পৌনে পাঁচটার সময় মুখ্যমন্ত্রী যান। হাসপাতাল সূত্রে খবর শিল্পী বার্ধ্যকজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসের সংক্রমণে ভুগছেন।
আরও পড়ুন- কোচবিহার ট্রফির ফাইনালে নজির গড়লেন প্রখর, ভেঙে দিলেন যুবরাজের রেকর্ড