প্রেমিকার হয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা কেন্দ্রে প্রেমিক!

0
3

প্রেমিকার জন্য মহিলা নার্স সেজেছিলেন বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। রিয়েল নয়, রিল লাইফে। সেই ‘মিস প্রিয়ংবদা’ এবার বাস্তব। প্রেমিকার সঙ্গে দেখা করতে নয়, বান্ধবীর সাফল্যের জন্য মহিলা বেশে একেবারে পরীক্ষা কেন্দ্রে হাজির প্রেমিক। তবে, শেষ রক্ষা হয়নি। চিনিয়ে দেয় আঙুলের ছাপ। ঘটনা পাঞ্জাবের (Panjab)।

বাবা ফরিদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পাঞ্জাবের কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে বহুমুখী স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য পরীক্ষা ছিল ৭ জানুয়ারি। সেখানে পরীক্ষা দেওয়ার কথা ছিল পরমজিৎ কউরের (Paramjit Kaur)। কিন্তু পরীক্ষায় সফল হবেন কি না তা নিয়ে শংশয় ছিল। সাহায্যে এগিয়ে আসেন প্রেমিক অংরেজ সিং (Anraj Singh)। পরমজিৎ হিসেবে নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেন। নির্দিষ্ট দিনে সালোয়ার-কমিজ, কপালে লাল টিপ, লাল লিপস্টিক, লাল চুড়ি পরে
সটান হাজির হন পরীক্ষা কেন্দ্রে।

কিন্তু সব হলেও শেষ রক্ষা হয় না। ‘মিস প্রিয়ংবদা’-র মতোই ধরা পড়ে যান অংরেজ (Anraj Singh)। আঙুলের ছাপ তো আর বদল করা যায়নি। বায়োমেট্রিক ডিভাইসে তাঁর ফিঙ্গারপ্রিন্টস না মেলায় আটক করে পুলিশ। অভিযুক্ত প্রেমিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে।