সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য রচনাতেও সমান আগ্রহী কুণাল ঘোষ (Kunal Ghosh)। ইতিমধ্যেই ৪১ টি বই প্রকাশিত হয়েছে তাঁর। সোমবার সহকর্মীদের নিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে প্রকাশিত হল কুণাল ঘোষের ৪২ তম বই (Book) ‘বাছাই বিশ’। এটিতে কুড়িটি গল্পের সংকলন রয়েছে। বিভিন্ন সময়ে নানা সংবাদপত্রে কুণালের লেখা গল্প প্রকাশিত হয়। তার থেকে কুড়িটি নানা স্বাদের গল্প বেছে নিয়ে এই বই প্রকাশ করেছে দীপ প্রকাশন।

শনিবারই বাংলা আকাদেমিতে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় গল্পের জন্মকথা সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক-সাহিত্যিক কুণাল জানান, সাংবাদিক শুধু খবর লেখেন, আনুষাঙ্গিক ঘটনা লেখেন সাহিত্যিক। সাংবাদিক জীবনের অভিজ্ঞতার সেই ঝুলি উপুড় করে দিতেই কলম ধরেন সাহিত্যিক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী তিনি। জীবনে এসেছে নানা ঝড়। কিন্তু সেখান থেকেই লেখার রসদ খুঁজে পেয়েছেন। বলে সেদিন জানান কুণাল। জানিয়ে ছিলেন আসছে তাঁর নতুন বই ‘বাছাই বিশ’। গল্পের তালিকায় রয়েছে ‘গল্প- ঠিক গল্প নয়’, ‘চারপাশ’, ‘আদাব ২০২০’-সহ ২০টি গল্প। কলকাতা বইমেলায় দীপ প্রকাশনের স্টলে পাওয়া যাবে বইটি।































































































































