আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জয় ভারতের। এদিন আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় পেতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল। এর ফলে শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। ভারতের হওয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল এবং শিভম দুবে।

ম্যাচের এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৭২ রান করে আফগানরা। আফগানদের হওয়ে সর্বোচ্চ রান করেন গুলবাদিন । ৫৭ রান করেন তিনি। গুরবাজ করেন ১৪ রান। ২৩ রান করেন নাজিবুল্লাহ। ভারতের হওয়ে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। দুটি করে উইকেট নেন রবি এবং অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে যশস্বী এবং শিভম। যশস্বী করেন ৬৮ রান। ৬৩ রান করেন শিভম দুবে করেন ৬৩ রান। এদিন টি-২০ ম্যাচে নামেন বিরাট। ব্যাট হাতে বিরাট এদিন করেন ২৯ রান। এদিনও শূন্য রান রোহিতের। আফগানদের হওয়ে ২ উইকেট নেন করিম জানাত। একটি করে উইকেট নেন ফারুকি এবং নবীন উল হক।
আরও পড়ুন- ডার্বির আগে দূরন্ত জয় লাল-হলুদের, শ্রীনিধি ডেকানকে হারালো ২-১ গোলে



 
 
 
 

































































































































