কত জন ভুয়ো চাকরি পেয়েছেন, তা আগেই শনাক্ত করার প্রয়োজন ছিল এসএসসি-র।নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চের। বিচারপতির পর্যবেক্ষণ, অন্যায়ভাবে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের চাকরি এখুনি বাতিল হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক।সোমবার নিয়োগ মামলার শুনানির সময়ে মামলাকারীদের আইনজীবীবলেন, যে কোনও দায়িত্বশীল প্রতিষ্ঠান তাই করে৷ এক্ষেত্রে এসএসসি সেটা করেনি। সম্পূর্ণ তালিকা দেয়নি। স্ক্যান করে বলেনি এত জন ভুল ভাবে চাকরি পেয়েছে।
বিচারপতির পর্যবেক্ষণ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু আদালত পদক্ষেপ করলে সেটা আদালতের এক্তিয়ার বহির্ভূত বিষয় বলা হবে। মামলাকারীদের আইনজীবী বলেন, সিবিআই তদন্ত চলছে। শুধু চাকরি বাতিল নয়, যাঁরা বেআইনি নিয়োগ পেয়েছেন, তাঁদের গ্রেফতার করা হোক।
বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রথম আমাদের কথা বলতে দেওয়া হয়েছে। সিঙ্গল বিচারপতি ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছেন। এই মামলা গ্রহণযোগ্য নয়।
কেউ চুরি করল, ঘুষ নিল তার অর্থ এই নয় চাকরি পেয়েছেন যাঁরা, তারাও চুরি করেছেন। তাহলে তাদের এখনও গ্রেফতার করা হল না কেন? মঙ্গলবার ফের এই মামলার শুনানি।





































































































































