রামমন্দির উদ্বোধনে অযোধ্যাযাত্রাই শুধু না, এবার অযোধ্যায় থাকার পাকাপাকি ব্যবস্থাও করে ফেললেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। রীতিমত সাত তারা এনক্লেভে প্লট বুক করে ফেললেন আনুমানিক ১৪.৫ কোটি টাকা দিয়ে। মুম্বাইয়ের বিখ্যাত আবাসন নির্মাতা সংস্থাও (housing developer) তাঁদের বিলাসবহুল এনক্লেভের প্রচারের মূল মুখ হিসাবে বেছে নিয়েছে অমিতাভকেই।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন অমিতাভ বচ্চন। ওই দিনই উদ্বোধন অযোধ্যার বিলাসবহুল এনক্লেভটির (enclave)। তবে ৫১ একর জমির ওপর তৈরি হতে চলা প্রজেক্টের কাজ শেষ হতে সাত বছর সময় লাগবে প্রাথমিকভাবে। মন্দির থেকে এর দূরত্ব ১৫ মিনিট, বিমানবন্দর থেকে দূরত্ব আধঘণ্টার। ক্লাবহাউস, অ্যাম্ফিথিয়েটার (amphitheatre) থেকে ধ্যানের জায়গা, সব ধরনের আধুনিক ও আধ্যাত্মিক আয়োজন রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাণকারী সংস্থা। আর সেই এনক্লেভকেই বেছে নিয়েছেন অমিতাভ।

নির্মাণকারী সংস্থার তরফে অমিতাভের প্লট নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে সূত্র অনুসারে, তাঁর প্লটি ১০ হাজার স্কোয়্যার ফিটের। যার আনুমানিক মূল্য ১৪.৫ কোটি টাকা। রামমন্দির কমিটির পক্ষ থেক যে আমন্ত্রণ পাঠানো হয়েছে তা স্বীকার করে ২২ জানুয়ারি অযোধ্যার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুপারস্টার। তবে অযোধ্যা গিয়ে হয়তো এবার তিনি এক ঢিলে দুই পাখি মারবেন। মন্দির উদ্বোধনের পাশাপাশি যোগ দেবেন ‘সরযূ’ (The Sarayu) এনক্লেভের উদ্বোধনেও।








































































































































