পূণ্যার্থীদের পাশাপাশি সাগরে পূণ্যস্নান চার মন্ত্রীর

0
3

কপিল মুনির আশ্রমকে ঘিরে শুধু কালো মাথার ভিড়।পূণ্যলাভের আশায় সাগরে ডুব দিলেন লক্ষাধিক মানুষ। মকর সংক্রান্তিতে জমজমাট এবারের গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পূণ্য লগ্নে পূণ্যার্থীদের ভিড়ে গঙ্গাসাগর যেন মিনি ভারত।
রঙিন আলোয় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর।পূণ্যস্নান করতে নানা ভাষা নানা সংস্কৃতির মানুষ এসেছেন সাগরে।গঙ্গাসাগর মেলার বিশাল কর্মযজ্ঞ সফল করতে সবদিকে কড়া নজরদারি রয়েছে প্রশাসনের।পূণ্যার্থীদের পাশাপাশি এদিন পূণ্যস্নান সারেন মন্ত্রী সুজিত বসু, শোভন দেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র হাজরা ।

মকরসংক্রান্তিতে নানা ভাষা নানা পরিধান নানান সংস্কৃতির মানুষের ভিড়ে গঙ্গাসাগর যেন এক টুকরো ভারত হয়ে উঠেছে।
ভক্তি ভরে সাগরে স্নান করার পাশাপাশি ভক্তির সাথে করছে তর্পন। কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে করেছেন প্রার্থনা। কনকনে শীত উপেক্ষা করে পূণ্য লাভের আশায় সাগরে দিচ্ছেন ডুব। আবার কেউ বাছুরের লেজ ধরে করছেন বৈতরণী পার। নানান ভাষার সাধুরা সাগরে জটা ধরে দিচ্ছেন ডুব।
মকর সংক্রান্তির পূণ্য লগ্নে সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির কাছে শান্তির প্রার্থনা করলেন পূণ্যার্থীরা।রবিবার রাত থেকে পূণ্যলগ্নের স্নান সারলেন দেশ-বিদেশ থেকে আশা পূণ্যার্থীরা।পূণ্য স্নানের রীতি মেনেই সাগরে ডুব দেওয়ার পর কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বহু পুণ্যার্থী।
উত্তর প্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ বিহার নেপাল দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্য লাভের আশায় সাগরে এসেছেন পুণ্যার্থীরা।